লাভবান হতে চাইলে চায়ের দোকানের ব্যবসা করুন এবং কোথায় করবেন

হোক সেটা চায়ের দোকান তবুও এটা ব্যবসা। কখনো ছোট ছোখে দেখবেন না।

এমন কোন মানুষ নাই যে চা খায় না, ইচ্ছে না থাকার শর্থেও অনেক সময় চা খেতে হয়। আবার এ ব্যবসায় দিগুণ পরিমাণ লাভ যদি আপনি সঠিক যায়গায় দোকান দিতে পারেন। এছারাও চায়ের সাথে বিস্কিট কফি কেক কলা পাওয়ারুটি রাখলে টুকটাক বিক্রি হবেই। এ ব্যবসা টি এমন ব্যবসা দেখা যায় ছোট কিন্তু লাভ প্রচুর পরিমাণ।

চায়ের দোকানে কি পরিমাণ লাভ

ধরুন আপনি ১ কেজি পাতি কিনলেন ৩৫০ টাকা দিয়ে যা দারা আপনি মিনিমাম ৩০০ কাপ চা বানাতে পারবেন তাহলে ৩০০*৫ ১৫০০ টাকার চা বিক্রি করতে পারবেন। আপনি যদি জালানি বাবদ আরো ১০০ টাকাও ধরেন তাহলে ৪৫০ কি ৫০০ টাকা খরচ করে ১৫০০ টাকা আয় করতে পারবেন।

কোথায় কোথায় চায়ের দোকান দেওয়া যায়

এটি একটি গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা সুধু দোকান করলে হবে না পজিশন ও খুজতে হবে। একটু কষ্ট হলেও ভালো পজিশন মোতাবেক দোকান করতে হবে। আমি কিছু পজিশন তুলে ধরছি।
১। বাসস্ট্যান্ডঃ
২। কোটের আসেপাশেঃ
৩। বাজারের পাশেঃ
৪। ভূমি অফিসের পাশেঃ
৫। কলেজের পাশেঃ
৬। মেডিকেলের পাশেঃ
৭। থানার পাশেঃ
৮। সরকারি অফিস আদালতের পাশেঃ
৯। ব্যাংকের সাথেঃ
১০। কোন পর্যটন এর সাথেঃ
এসব যায়গায় চায়ের দোকান দেওয়া মানে রাতারাতি বড়লোক হউয়া সমান কথা।

চায়ের দোকানে আর কি কি রাখা যায়

১। চা
২। পান
৩। বিড়ি ও সিগারেট
৪। কেক
৫। বিস্কিট
৬। কলা
৭। বুট
৮। কফি
৯। সিদ্ধ ডিম
১০। পাওয়ারুটি

আমাদের শেষ কথা

যদি মনে করেন বিনা মূল্যে টাকা উপার্জন করবেন তাহলে এ ব্যবসায় নামতে পারেন। ৫০০০ টাকাও লাগবে না এ ব্যবসা শুরু করতে।

Leave a Comment