ইফাদ মাল্টি প্রডাক্ট লিমিটেড রিভিউ ডিলার এবং নিয়োগ প্রার্থীদের জন্য।

আমি একজন ইফাদের পরিবেশক আর সেই যায়গা থেকে আজকে আলোচনা করবো। আশাবাদী সকল সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবো

শুরুতেই ডিলারদের জন্য বলতে চাই। আপনি যদি অল্প টাকায় বিজনেস করতে চান তাহলে ইফাদ কোম্পানির ডিলার নিতে পারেন। এদের ১ থেকে ১৫০০০০ টাকার স্টক দিলে এরা মাসে দুই লক্ষ টাকা সেল করে দিবে। তবে আপনার মার্কেট চাহিদা এবং এস আর এর উপর নির্ভরশীল। কম বা বেশি হতে পারে। ডিলার নেওয়ার শুরুতে ভালো এস আর সেটআপ করে নেওয়া জরুরি। যদি এস আর ভালো না হয় তাহলে সেল বারানো কষ্ট দায়ক হয়ে দারাবে। একজন এস আর ই পারে একটা কোম্পানির পন্যর মার্কেট ভেলু তৈরি করতে।

ইফাদ মাল্টি প্রডাক্ট লিমিটেড এর পন্য সমূহ।

১। টিকিঃ ২ টাকার বিস্কিট গ্রামের মার্কেটে প্রচুর চাহিদা। চায়ের দোকানে আরো বেশি পরিমাণ।
২। মিক্ল কেকঃ যদিও এটি এদের নতুন প্রডাক্ট তার পরেও ভালো পরিমাণ সেল আছে।
৩। মিল্ক বিস্কিটঃ ১০ টাকার বিস্কিট।
৪। চকোস্টারঃ ১০ টাকার বিস্কিট।
৫। চকোক্রিমঃ ৫ টাকার বিস্কিট।
৬। ক্রিমি ডিলাইটঃ ৫ টাকার বিস্কিট।
৭। ফ্যামেলি নুডলসঃ ১১৫ টাকা সাথে আকর্ষণীয় বাটি গিফট আছে।
৮। ফানঃ বাচ্চাদের জন্য চিপস।
৯। স্টিক্সঃ চিপস।
১০। পিলোঃ চিপস।
আমি হট কিছু প্রডাক্ট এর লিস্ট দিয়ে দিলাম এদের মোট ২০/২৫ টি প্রডাক্ট আছে যার মার্কেট ভেলু ভালো।

ইফাদ প্রডাক্ট এর মার্কেট চাহিদা

আমার জানামতে ইফাদ কোম্পানি ভালো। কিন্তু মানুষের এদের প্রডাক্ট গুলোতে কেন জানি একটু চাহিদা কম। আর এটার একটি বিশেষ কারণ। এদের প্যাকেট এর গেটআপ আমার কাছে খুব একটা ভালো লাগেনা এজন্য হয়তোবা চাহিদা একটু কম হতে পারে। তবে প্রডাক্ট কলেটি অনেক ভালো।

ইফাদ কোম্পানির বেতন সিস্টেম।

মূলত আমি এ গ্রুপটির ডিলারশীপ চালাই একটা কারনেই সেটি হচ্ছে এদের বেতন হাই এবং বেতন নিয়ে কোন যামেলা করে না। আমার মাধ্যমে একটা ছেলে এ গ্রুপ থেকে ২০০০০ হাজার টাকা আয় করবে এটাই আমার কাছে ভালো লাগে। কোন ডিলার পয়েন্ট এ যদি টার্গেট পূরণ করে তাহলে সেই পয়েন্টের এস আর নুন্যতম ২০ হাজার টাকা বেতন তুলতে পারবে।

ইফাদ এর ড্যামেজ পলেছি

এদের ড্যামেজ পলেছি টাও অনেক ভালো। এরা প্রতি মাসের ড্যামেজ প্রতি মাসে উঠিয়ে নেয় এবং পরের মাসের ক্লোজিং এ ড্যামেজের টাকা এড হয়ে যায়।

Leave a Comment