ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে মার্কেটপ্লেসের বাইরে আয়

অনেকে ওয়ার্ডপ্রেস পারি কিন্তু মার্কেটপ্লেসে কাজ পাই না।

তাদের জন্য আজকের ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে আয় করার দারুন কৌশল নিয়ে আমরা হাজির। আমরা যে সিস্টেম সম্পর্কে কথা বলবো এই সিস্টেমে আপনি দুইটি ভাবে আয় করতে পারবেন। চাহিদা প্রচুর পরিমান এক কথায় এটি একটি ব্যবসা। আর এটির আইডিয়া শুধু আমরা দেবো এটাকে বাস্তবায়ন করার দায়িত্ব সম্পুর্ণ একান্ত আপনার।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন

যারা ওয়েবসাইট তৈরি করতে পারে তাদের কাছে কিন্তু কাস্টমাইজ করা কোন ব্যাপার না। পেজ সেটআপ, মেনুবার এড করা, উইগেট এড করা এক কথা সাইটের থিম এডিট করাই হচ্ছে কাস্টমাইজ। আর এগুলো করতে কোন প্রকার কোডিং জানা থাকতে হয় না। দুই একবার ইউটিউব ভিডিও দেখলেই এই কাজ করা যায়। আমাদের এই বিষয় নিয়ে কাজ করতে চাইলে এগুলো সিম্পল জিনিস গুলো জানা থাকতে হবে।

ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কি

আপনি যদি যেকোনো ওয়ার্ডপ্রেস থিম তৈরি করতে পারেন তাহলে তো কথায় নেই। আর এখানে একজন ডেভেলপার এর প্রচুর পরিমান চাহিদা থাকে। কারণ কাস্টমার কখন কি থিম চায় বলা যায় না। এমনি একটা সাইট লিংক দিয়ে বলবে এরকম সাইট তৈরি করে দিন। আর এগুলো কাজে প্রচুর পরিমান আয় করাও যায়। তাই থিম ডেভেলপমেন্ট পারলে আমাদের এই সিস্টেম থেকে হিউজ পরিমাণ আয় করা সম্ভব।

নতুন দের জন্য ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল

আপনি একদম নতুন হয়ে থাকেন কিন্তু এই সেকশনে কাজ করার ইচ্ছুক হয়। তাহলে আপনি একটু সময় নিয়ে ইউটিউব থেকে কিছু ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল দেখে খুব সহজেই শিখে নিতে পারবেন।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে আয় করার টিপস

আপনি কাজ পারেন মার্কেটপ্লেসে কাজ পাচ্ছেন না তাহলে এই সিস্টেমে শুরু করে দিন আশাকরি কাজের অভাব পড়বে না। শুরুতে নিজের একটি ওয়েবসাইট তৈরি করে ফেলুন। সেখানে নিয়মিত ওয়েবসাইট সম্পর্কে খুটিনাটি টিপস দেওয়া শুরু করুন এবং ভিজিটর আনুন। এরপর সেখানে এড রাখুন ওয়েবসাইট তৈরি করে দেওয়া হয়। এবং আপনার বিজনেস ফেসবুক পেজ, মোবাইল নাম্বার যোগাযোগ করার জন্য এগুলো সুন্দর ভাবে সাজিয়ে ওয়েবসাইটে কানেক্ট করে রাখুন জেন কাস্টোমার খুব সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারে। আর এভাবে কিছুদিন পোস্ট করার পড় যখন দেখবেন সাইটে ভালো পরিমাণ ভিজিটর আসছে তখন আপনি গুগল এডসেন্স অথবা বিভিন্ন এড নিয়েও ভালো পরিমাণ আয় করতে পারবেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যবসা দারুন চলছে কিন্তু আমরা যে সিস্টেমের কথা বলছি সে সিস্টেমে খুবি কম সংখ্যক মানুষ কাজ করছে।

আরেকটি মজার বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে জন্য ডোমেইন হোস্টিং সার্ভিস আমাদের থেকে কম মূল্য দিয়ে নিতে পারবেন। এছাড়াও আমাদের থেকে সার্ভিস নিলে আপনার ব্যবসার কাজে ভালো সার্ভিস এবং সহোযোগিতা আমরাই করতে পারবো।

Leave a Comment