কম্পিউটার প্রশিক্ষণ কোর্স নিয়ে গুরুত্বপূর্ণ টিপস

অনেকের ইচ্ছে কম্পিউটার নিয়ে ভালো কিছু করার এ জন্য অনেকে কোর্স করে কিন্তু ভালো কিছু শিখতে বা করতে পারে না।
যারা কোর্স করবেন ওথবা শুরু করছেন তাদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সম্পর্কে খুটিনাটি বিষয় গুলো জানতে হবে তা না হলে পরবর্তীতে ভালো কিছু নাও করতে পারেন। কেননা শুধু ট্রেইনারের উপর ভরসা রাখলে হবে না নিজেকেও সেভাবে প্রস্তুত করতে হবে।

শুরুতেই কম্পিউটার প্রশিক্ষণ কোর্স কেন করবেন

আপনি কম্পিউটার বিষয়ে এক্সপার্ট না হয়ে থাকেন তাহলে শুরুতে কোর্স করা জরুরী কেননা বেসিক ধারণা নিয়ে এখনকার সময় কিছুই করা যায় না। আর নিজে নিজে শিখতে গেলে প্রচুর সময় লেগে যাবে তাও অনেক বিষয় গুলি নাও জানতে পারেন। আর কোর্স করলে ট্রেইনারের কাছ থেকে অনেক বিষয় গুলো জানতে পারবেন এছারাও যেকোনো প্রশ্ন তাকে করতে পারবেন আর সাথে সাথে উত্তর পেয়ে জাবেন। তাই বলছি অবহেলা না করে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স অবশ্যই ভালো কোন ট্রেনিং সেন্টার থেকে করে নিবেন।

অনলাইনে কম্পিউটার প্রশিক্ষণ কিভাবে করা যায়

বর্তমান প্রযুক্তির সময় চাইলে ঘরে বসেও অনলাইন থেকে এই কোর্স কম্পিলিট করতে পারবেন। তবে ভালো কোন ট্রেনিং সেন্টার ভর্তি হউয়ার চেষ্টা করবেন কেননা এখনকার সময়ে আনাচে কানাছে ট্রেনিং সেন্টারের অভাব নেই। কিছু জানুক আর নাই জানুক কোর্স করাচ্ছে। যাইহোক সবার ক্ষেত্রে সমান নয় যে ভালো তার গুনগান সবাই গায়। ভালো মনে হলে অনলাইনেও করতে পারেন।

ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোথায় করা যায়

আপনার নিজ জেলায় যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। প্রতিটি জেলায় একটি করে থেকে থাকে। যেখান থেকে ফ্রিতে কোর্স করা যায় এবং কিছু টাকাও দেয় তবে এখান থেকে ভালো কিছু শেখা যায় না। আমি যতগুলো মানুষের থেকে শুনেছি সবার একই কথা তবে সব যায়গায় সমান নাও হতে পাড়ে। আমার মতে ফ্রি প্রশিক্ষণ কোর্স না করাই ভালো। ফ্রিতে কোন কিছুই ভালো না

কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট

যেহেতু এটা হাতে কলমে শিক্ষা এখানে সার্টিফিকেট টা সুধু সাপোর্ট হিসেবে কাজ করে। তার পরেও সরকার অনুমোদন ছাড়া অনেক সার্টিফিকেট ভুয়া হয়ে থাকে ভালোভাবে জেনে নিবেন।

প্রশিক্ষণে যা যা শেখা জরুরী

১। মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট,
২। টাইপিং বাংলা মিনিমাম ২০ ওয়ার্ড এবং ইংরেজি ২০ ওয়ার্ড।
২। ইমেইল আদান-প্রদান সহ একাউন্ট খোলা
৩। ইন্টারনেট ব্রাউজিং + অনলাইনে আবেদন ও খুটিনাটি বিষয়
৪। ফটোশপ ব্যাসিক এক্সপার্ট হতে হলে আলাদা ভাবে কোর্স করতে হবে।
৫। বিভিন্ন ফরমেট ফাইল পরিচিতি + তৈরি করা, এডিট করা।
৬। ডাটা এন্ট্রি যদিও ওক্সেলের কাজ।
৭। পিডিএফ ফাইল পরিচিতি এবং এডিট করা সহ তৈরি করা।
৮। বিভিন্ন সফটওয়্যার কম্পিউটারে ইনিস্টল করা এবং আনইনিস্টল করা।
৯। বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা
১০। টুকটাক প্রতিটি বিষয়ে অভিজ্ঞতা থাকা এছাড়াও যন্ত্রপাতি বিষয়ে অভিজ্ঞতা জেনারেট করা।

কম্পিউটার প্রশিক্ষণ পরীক্ষার প্রশ্ন

কম্পিউটার নিয়ে জা জা প্রশ্ন আসে তা একবার দেখলেই মুখস্থ হয়ে যাবে। আর এখানে হার্ড কোন প্রশ্ন নেই একটু গুগলে খোজাখুজি করলেই সকল প্রশ্ন পেয়ে জাবেন এছাড়াও এই বিষয় নিয়ে আমাদের আরেকটি পোস্ট করা আছে চাইলে পড়ে আসতে পারেন।

Leave a Comment