নতুন সাইটে প্রথম এপ্লাইয়ে গুগল এডসেন্স পাওয়ার উপায় গুলো

বর্তমান সময়ে পেশা হিসেবে অনেকেই নিচ্ছে একটি ওয়েবসাইট।

আর সেটি থেকে আয় করার জন্য বেঁচে নিচ্ছে গুগল এডসেন্স পাওয়ার উপায়। কেউ পাচ্ছে আবার কেউ পাচ্ছে না এই নিয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপে চলছে দারুন তোলপার। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম বর্তমান যে অবস্থা এতে মনে আর কিছুদিন পড় থেকে এপ্প্রুপ দেওয়া বন্ধ করে দিবে গুগল। একটা কথা সবসময় মাথায় রাখবেন স্বাধীনতা অর্জন করা থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। যাই হোক সে বিষয় নিয়ে পরের পোস্টে লিখবো আজকে শুধু

প্রথম এপ্লাইয়ে গুগল এডসেন্স এপ্রুপ পাওয়ার উপায় গুলো

১। নিস রিসার্চঃ কি নিয়ে কাজ করবেন সেটি নিয়ে রিসার্চ করুন। এই রিসার্চে বেরিয়ে আসবে কতদিনে আপনার সাইট র‍্যাংক করবে। যাকে বলে কম্পিটিশন এনালাইসিস।

২। কিওয়ার্ড রিসার্চঃ আপনার সিলেকশন নিসের উপর  কিওয়ার্ড রিসার্চ করুন এবং লো কম্পিটিশন মিনিমাম ৩০ টি কিওয়ার্ড রিসার্চ করে লিস্ট করবেন।

৩। ডোমেইন হোস্টিংঃ কিওয়ার্ড রিসার্চ কম্পিলিট হওয়ার পর ডোমেইন হোস্টিং কিনবেন কেননা যদি কিওয়ার্ড না।যদি কিওয়ার্ডের কারনে সেই নিসে কাজ না করেন। তাহলে ডোমেইন হোস্টিং আগে কিনে থাকলে আবার হয়ে যেতে পারে। তবে ডোমেইন সিলেকসনের সময় ভালো ভাবে রিসার্চ করে নিবেন ডোমেইন এর জেন একটা ভেলু থাকে।  এবং ডোমেইন টি archive.org থেকে চেক করে নিবেন পূর্বে কেউ ব্যবহার করেছে কিনা এবং ডোমেইনটি লিখে ফেসবুকে কাওকে মেসেজ করবেন ব্লক আছে কিনা। যদি ব্লক থাকে তাহলে মেসেজটি যাবে না। আর ভালো মানের ডোমেইন হোস্টিং লাগলে আমাদের থেকেই নিতে পারবেন।

৪। কন্টেন্টঃ কোন কথা নেই ১০ দিনে মিনিমাম ১২০০+ ওয়ার্ডের ৩০ টি কন্টেন্ট লিখবেন। যদি কেও অন্য কাজ বা জবের জন্য সময় না পান তাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। তবে যদি পারেন আপনারা ভালো মানের রাইটার হায়ার করবেন। আর যত বেশি ওয়ার্ডের কন্টেন্ট দিবেন তত অরগানিক কিওয়ার্ড বেশি ধরবে আপনার সাইটে। এক কথায় যত বড় কন্টেন্ট হয় সেটা আপনার সাইটের জন্য প্লাস পয়েন্ট এতে সাইট দ্রুত র‍্যাংক করবে।

৫। সাইট ডিজাইন + ভালো থিমঃ সেই লেভেলের একটা প্রিমিয়াম থিম দিয়ে সাইট ডিজাইন করবেন। এমন ভাবে ডিজাইন করবেন যে কেউ দেখে যেন সাইটের প্রেমে পড়ে যায়।

৬। কন্টেন্ট পাবলিসঃ ১ টা কন্টেন্ট লিখা হলেই সেটা পাবলিস করে দিন এভাবে একের পড় এক পাবলিস করতে থাকুন।

৭। ওয়েবমাস্টার টুলঃ ৪/৫ টা কন্টেন্ট পাবলিস করার পড় সাইটকে ওয়েবমাস্টার টলে এড করুন।

৮। ব্যাকলিংকঃ টুকটাল সময়মতো ২ একটা করে ব্যাকলিংক নিন। যদি পারেন রিলেটেড ওয়েবসাইটে গেস্ট পোস্ট করে লিংক নিন।

৯। টেকনিক্যাল এস ই ওঃ যদি মনে করেন আপনার সাইটে কোন সমস্যা আছে তাহলে সেগুলো ঠিক করুন। আর এটা কিন্তু নিয়মিত করতেই হবে।

১০। এডসেন্স এর জন্য এপ্লাইঃ কোন কথা হবে না সরাসরি এপ্লাই করুন।

ইনশাআল্লাহ যদি আমার কথামতো কাজ করে থাকেন তাহলে আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রথম এপ্লাইয়ে এডসেন্স এপ্রুপ। উপরোক্ত এই ১০ টি টিপস সুধু গুগল এডসেন্স এপ্রুপ পাওয়ার উপায় না সাথে ওয়েবসাইট র‍্যাংক করার টেকনিক। এখন কথা হচ্ছে এডসেন্স পেলেন কিন্তু ভিজিটর নাই। তাহলে এই সোনার হরিণ দিয়ে কি করবেন বসে বসে দেখবেন নাকি সুন্দর করে সাজিয়ে রাখবেন।

গুগল এডসেন্স এপ্রুপ পাওয়া নিয়ে ভূল চিন্তা ভাবনা

১। ভিজিটরঃ অনেকে প্রশ্ন করে থাকেন ভাইয়া এপ্রুপ পেতে ওয়েবসাইটে কত ভিজিটর লাগবে।
উত্তরঃ জিরো ভিজিটর,
২। কয়টা পোষ্টঃ ভাই সাইট করে দুইটা পোস্ট দিয়ে কি করবেন না হয় এমনিতেই পেলেন এতে লাভ কি ইনকাম হবে। ছো আমি বলি এডসেন্স এর চিন্তা বাদ দিয়ে সাইট র‍্যাংক এর চিন্তা করুন এতে লাভ আছে এডসেন্স পারে পাবেনই। আর না পেলেও হাজার হাজার এড নেটওয়ার্ক আছে যেগুলো এডসেন্স এর থেকে বেশি পে করে থাকে।
৩। থিমঃ ফ্রি থিম ব্যবহার করবেন না অনেক থিমে ভাইরাস বা সমস্যা থাকে সেগুলো দেখে নিবেন।
৪। সাইটের বয়সঃ অনেকে বলে নতুন সাইট দেখে মনে হয় দিচ্ছে না। আরে ভাই এক দিনের সাইটেও এপরুপ দিবে যদি আপনি ২০/২৫ টা পোস্ট সঠিক ভাবে গুগলে ইন্ডেক্সিং করাতে পারেন। যদিও তারা রিভিউ এ রাখে ১৪ দিনের এ জন্য মনে হয় অনেক দিন লেগেছে। আর সময় লাগা স্বাভাবিক ব্যাপার কারণ সবকিছুর নিয়ম আছে আপনার কাছে হয়তো নাই কিন্তু তাদের কাছে আছে। তারা তো আর আপনার সাইট নিয়ে বসে নাই।

৫। এটা পড়ার পর যদি এসব নিয়ে প্রশ্ন করেন তাহলে আপনার সাথে আমার ঝগড়া বাজবে বলে দিলাম।  হ্যা আমি কিন্তু এক কথার মানুষ এতো প্যাস কুস আমার পছন্দ না।

গুগল এডসেন্স এর কাজ কি?

এতো প্রশ্ন আর ভালো লাগে না। এটার কাজ হচ্ছে আপনার সাইটে এড দিবে আর আপনাকে টাহা দিবে টাহা।

কত হলে এরা পেমেন্ট করে?

প্রথম বার ১০ ডলার হলে আপনার ঠিকানায় চিঠি পাঠাবে চিঠি ভেরিফাই হলে ১০০ ডলার হলেই টাকা তুলতে পারবেন আপনার বাংলাদেশের যেকোনো ব্যংক একাউন্ট এ।

ভাই এড়া কি সত্যিই টাকা দেয়?

হ্যা ভাই সত্যিই টাকা দেয়।  যদি সঠিক ভাবে কাজ করে থাকেন তাহলে আপনার টাকা তারা মেরে খাবে না ভাই।

আজকে আর প্রশ্নের উত্তর দেবো না ভাই সামনে আসবে এডসেন্স অর্জন করা থেকে এডসেন্স রক্ষা করা কঠিন।

Leave a Comment