আমার ডিলারশিপ ব্যবসা আছে। সেই অভিজ্ঞতা থেকে খুটিনাটি বিষয়

একজন ব্যবসায়ীর ঘরে জন্ম আমার আর সেই সুবাদে ছোট্ট থেকে ইচ্ছে ব্যবসা করার।

বর্তমান আমি ডিলারশিপ ব্যবসা পরিচালনা করে আসতেছি মেঘনা গ্রুপ এর সাথে | এছাড়াও মোট ছয়টি কোম্পানির পরিবেশক। আর সেই যায়গা থেকে আমি গ্রুরুতপূর্ন টিপস এবং খুটিনাটি বিষয় গুলি তুলে ধরবো। আপনি যদি এ ব্যবসায় আসতে চান তাহলে মনোযোগ দিয়ে পড়তে থাকুন ইনশাআল্লাহ কাজে লাগবে।

ডিলার কি বা কাকে বলে

এটি একটি ইংরেজি ভাষা বাংলাতে বলে পরিবেশক। কোন কোম্পানির সাথে চুক্তিপত্র করে একটা এরিয়ার বা থানার মধ্যে সেই কোম্পানির পন্য বা প্রডাক্ট সার্ভিস দেওয়াকেই ডিলার বলে।

ডিলার ব্যবসায় কমিশন কেমন

এটা বিভিন্ন প্রডাক্ট ওয়াইজ নির্ভর করে। যেমন তেলে থাকে ২.৫০℅ মানে আপনি যদি দিনে ১ লক্ষ টাকা বিক্রি করেন তাহলে আপনার লাভ থাকবে ২৫০০ টাকা। আর বিস্কুট কোম্পানি গুলো বেশি দিয়ে থাকে প্রায় ৮ থেকে ৯℅ কিছু কিছু প্রডাক্ট এ এর চেয়ে বেশি ও দিয়ে থাকে। আমরা যদি এভারেছ একটা হিসাব করি তাহলে ডিলার ব্যবসায় ৬℅ লাভ।

ডিলার ব্যবসায় কতটাকা লাগে

এটাও বিভিন্ন কোম্পানির উপর নির্ভর করে। যেমন আমি মেঘনা গ্রুপ চালাই সেখানে প্রায় ১৫ লক্ষ টাকা সব সময়ের জন্য স্টক থাকে কিছু কিছু সময় ৩০ লক্ষেও চলে যায়। তবে ছোট ছোট কোম্পানি গুলোতে ২/৩ লাখ টাকা স্টক দিলেই হয়ে যায়।

কি কোম্পানি নিয়ে ডিলার ব্যবসা শুরু করা উচিত

আপনি যদি নতুন হয়ে থাকে প্রথমেই নাম্বারিং কোম্পানি নিয়ে শুরু করবেন। নয়তো এ ব্যবসায় নির্চিন্ত ভাবে ধরা খাবেন। যে কোম্পানির প্রডাক্ট এর মার্কেট ভেলু আছে প্রডাক্টের চাহিদা আছে সুধু মাত্র সেগুলো কোম্পানির ডিলার নিয়ে ব্যবসা শুরু করতে পারেন।

যে কোম্পানির ডিলার নির্চিন্ত ভাবে নিতে পারেন।

মেঘনা গ্রুপ যেকোনো গ্রুপ
তির সয়বিন তেল
রুপচাঁদা সয়বিন তেল
কোকলা ফুড প্রডাক্ট লিমিটেড
অলেম্পিক বিস্কিট
কসমো
প্রান গ্রুপ
স্পিরিট
কোহিনুর কেমিক্যাল
হক
বসুন্ধরা
ফ্রেশ
ইত্যাদি যেগুলো নাম্বারিং কোম্পানি আছে এগুলো নিয়ে শুরু করলে এ ব্যবসায় লাভবান হতে পারবেন।

3 thoughts on “আমার ডিলারশিপ ব্যবসা আছে। সেই অভিজ্ঞতা থেকে খুটিনাটি বিষয়”

Leave a Comment