ডোমেইন কি?একটি ডোমেইন যেভাবে পরিবর্তন করে দিতে পারে আপনার ভবিষ্যৎ

হুটহাট করে কিনলেই হবে না আগে বুঝতে হবে এরপর ক্রয় করতে হবে।

আজকে কথা বলবো ডোমেইন কি কিভাবে কাজ করে এবং একটি ডোমেইন ভবিষ্যতে কি করে দিতে পারে।  আমরা ওয়েবসাইটের কথা চিন্তা করেই হুটহাট কিনে ফেলি কিন্তু এটা জানিনা ডোমেইন রিসার্চ অনেক জরুরি। কেননা ভবিষ্যতে যদি আমার ডোমেইন সেল করতে চাই তাহলে প্রচুর দাম দিয়ে সেল করতে পারবো। এছাড়াও আমরা কি করি আমাদের ইচ্ছে মতো নাম দিয়ে ডোমেইন কিনি কিন্তু জানেন কি আমরা যে ওয়েবসাইট তৈরি করেছি ওয়েব হোস্ট স্টার এটা কিন্তু আমাদের ইচ্ছেমতো নয়। আর কেন ইচ্ছেমতো নয় সেটা আমারা একটু পড়েই বুঝতে পারবো।

ডোমেইন কি এবং ডোমেইনের কাজ কি

আমরা ইন্টারনেট জগতে কোনো ওয়েবসাইট ভিজিট করি সেই ওয়েবসাইটের মুল নামকেই ডোমেইন বুঝায়। যেমন আমাদের টা হচ্ছে wikibdia.com এটাই একটা ডোমেইন। এটাকে কোন সার্ভারে কানেক্ট করা হয়েছে যদিও আমাদের নিজেদের সার্ভারে। তো এখন আমরা এই ডোমেইন টা লিখে সার্চ করলেই এটা লোড নিবে বা ওপেন হবে যদি কোন সার্ভারে কানেক্ট করা না থাকতো তাহলে এটা কখনই কাজ করতো না।

ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন

প্রতিটি জিনিসের আলাদা আলাদা নাম আছে আবার অনেক কিছুর একই নাম আছে। কিন্তু এটির ক্ষেত্রে একটু ভিন্ন এখানে একই নামে চলবে না কেননা যদি আপনি একই নামে দুটি করতে জান তাহলে কোনটা থেকে কোনটা ওপেন হবে এটা নিয়ে কিন্তু একটা জামেলা হয়ে যাবে। তাই একই নামে হবে না।  যেমন wikibdia.com এটা একমাত্র আমরাই প্রথমে রেজিষ্ট্রেশন করেছি এখন যদি কেউ লক্ষ লক্ষ টাকা দেয় সেক্ষেত্রে কোন ভাবেই কেউ নিতে পারবে না যদি আমরা না সেল করি। আর এই নামে খুলবেও না কেউ যদি খুলতেও চায় এটার সাথে আরো কোন ওয়ার্ড যুক্ত করতে হবে আর মূলত এজন্যই রেজিষ্ট্রেশন করতে হয়।

ডোমেইন কত প্রকার ও কি কি

প্রধানত দুই প্রকার একটি প্রিমিয়াম ডোমেইন আরেকটি প্রোমো ডোমেইন
প্রিমিয়াম এর
সুবিধাঃ এটি দ্রুত র‍্যাংক করে চাইলে কেউ সহজেই কিনে নিতে পারবে না আপনার অনুমতি ব্যাতিত। এটির ডি এন এস এর ঝামেলা নেই সহজেই পরিবর্তন করা যায়।
অসুবিধাঃ এটির অসুবিধা নেই বলতে একদমি নেই তবে দাম একটু বেশি এটাই অসুবিধা হিসেবে ধরতে পারেন।
প্রোমোঃ
সুবিধাঃ দাম কম।
অসুবিধাঃ র‍্যংকে আসতে ঝামেলা করে নতুনরা বুঝে না তাই বলে থাকে কোন সমস্যা নেই।  এটির একবার ডি এন এস পরিবর্তন করতে জান দেখবেন প্রোভাইডারের সাথে যোগাযোগ করা লাগতে পারে ইচ্ছেমতো পরিবর্তন করতে পারবেন না।  এটি কোন এক সময় উদাও হয়ে যাবে বুঝতেই পারবেন না যদিও বিভিন্ন গ্রুপে বেশ কয়েক জনের সমস্যা হয়ে গিয়েছে।

টপ লেভেল ডোমেইন কি

যে ডোমেইন ভালো এবং দ্রুততার সাথে র‍্যংকে আসে তাকেই টপ লেভেল ডোমেইন বলে যেমন।
.com
.net
.org
এগুলো টপ লেভেল ডোমেইন মোস্ট পাওয়ারফুল. com

ডোমেইন কিনতে খরচ এবং কোনটা কিনবো

বাজারে অনেক কমদামি পাওয়া যায় তাই দেখে যে কেনার জন্য উঠে পড়ে নামবেন এটা কেমন। একবার ভাববেন না কমদামি জিনিসে ভেজাল হতে পারে। ভাইরে ভাই বাঙ্গালীর এটা অভ্যাস যেখানে সস্তা পায় সেখানেই ভির পাকায়। একটা কথা আছে আজ বুঝবেন না বুঝবেন কাল। যখন র‍্যাংক করাতে পারবেন না বা র‍্যংকে থাকা অবস্থায় ডাউন তখন ঠিকই বুঝবেন। আমাকে একজন গ্রুপের এডমিন বলে ভাই কমদামি তো কোন সমস্যা হচ্ছে না।  পড়ে বললাম ভাই ডি এন এস টা চেঞ্জ করে দেখান তো কয় এটা কি ভাই বুঝি না। তার সাথে আর কথা বলে লাভ আছে বলুন।
কখনো সস্তা খেতে জাবেন না। ডোমেইন আমরা নিজেরা সার্ভিস দেই ভেবে দেখবেন এখান থেকেই ভালো সার্ভিস নিতে পারেন।

সাব ডোমেইন কি।

কোন ডোমেইন এর সাথে মিল রেখে কিছু ওয়ার্ড এড করে ডোমেইন তৈরি করাকেই সাব ডোমেইন বলে।  যেমনঃ test.wikibdia.com এটা আমাদের সাব ডোমেইন তৈরি করা এটাতে আমরা হোস্টিং সার্ভিস দেই। webhoststar.com এটা আমাদের মেইন ডোমেইন এখানে আমরা ব্লগ লিখি।

ডোমেইন অথরিটি কি

ডোমেইন এর যে একটা শক্তি বা বুদ্ধি এসবের উপর নির্ভর করেই এটাকে একটা অথরিটি দেওয়া হয়। আর এটা বিভিন্ন দিক বিবেচনা করে দেওয়া হয়। যেমনঃ
বয়সঃ
কন্টেন্ট কলেটি
ব্যাকলিংক
কতটা কন্টেন্ট
কিওয়ার্ড কম্পিটিশন লো থাকলেও দ্রুত বেরে যায়।

ডোমেইন নেমের গুরুত্ব

একটা ডোমেইন কিনে রাখলে সেটা যেকোনো সময় ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে সেল করা যায়।  ডোমেইন নেমের একটা ভেলু আছে আর ঐ ভেলুর উপর নির্ভর করে একটা রেট দেওয়া থাকে। আমাদের wikibdia.com এর ভেলু ১৪০০ ডলার।  মানে আমরা যদি মার্কেটপ্লেসে সেল করতে চাই তাহলে এই রেট বা কিছু কম বেশি রেট দিয়ে রাখতে পারবো।

Leave a Comment