জব অথবা ব্যবসা হিসেবে কেন ব্লগিং করবেন টিপস ফর রাজু ভাই।

আপনি যেটাই করেন না কেন পার্ট টাইম যদি একটা আয় আসে তাহলে কিছুটা হলেও আর্থিক ভাবে সচ্ছলতা থাকবে।

আজকে আমরা পার্ট টাইম জব বা ব্যবসা হিসেবে কেন ব্লগিং বেছে নিবেন বিস্তারিত লিখবো। বর্তমান সময় অনলাইন আয়ের অন্যতম প্লাটফর্ম হচ্ছে ব্লগিং। এখান থেকে হিউজ পরিমাণ উপার্জন করা সম্ভব এবং পাশাপাশি এটির মাধ্যমে ব্যবসা করাও সম্ভব। কীভাবে শুরু করবেন।

সব সময় একটা কথা মাথায় রাখবেন একদিনে বা এক মাসে ভালো কিছু করা সম্ভব হয় না। একটু একটু করে সময় দিয়ে একাটা ভালো কিছু দার করাতে পারলে সেখান থেকে লাইফ টাইম আয় করা সম্ভব। তাই ব্লগিং আজ শুরু করলেন কাল যে বাদ দিবেন এমনটা কখনই করবেন না।

কেন করবেন পার্ট টাইম জব হিসেবে ব্লগিং

ধরুন আপনি অন্য কোথাও কিছু একটা করছেন। পাশাপাশি আপনি যে বিষয়ে এক্সপার্ট সে বিষয় নিয়ে যদি একটু রিসার্চ করে নিয়মিত একটা দুইটা আর্টিকেল দিতে পারেন তাহলে একমাস পারে মিনিমাম ৫০ টা আর্টিকেল হয়ে যাবে। আর নিয়মিত যখন ভিজিটর আশা শুরু করবে তখন আপনি এডসেন্স বা অন্য কোনো এড নেটওয়ার্ক থেকে আয় শুরু হয়ে যাবে। এরপর একটু একটু করে আয় দীন দীন বারতেই থাকবে কোন এক সময় অনেক বড় একটা আয়ের রাস্তা হয়ে দারাবে। পরবর্তীতে ফুল টাইম হিসেবে কাজ করতে পারবেন এখানে।

ব্লগে পার্ট টাইম ব্যবসা করবেন যেভাবে

ধরুন আপনি কোন একটা সার্ভিস দেন অনলাইনে। এখন এই সার্ভিস সম্পর্কে কিন্তু মানুষকে জানাতে হবে। ফেসবুকে এড দিতে গেলেও প্রচুর পরিমাণ ব্যয় করতে হয়। আর একটা ব্লগ সাইট দার করালে সেখান থেকে টার্গেট কাস্টমার পাবেন। ব্যবসার পাশাপাশি এডসেন্স থেকেও আয় করতে পারবেন।

সময় নষ্ট না করে শুরু করে দিন। আজ একটা কাল আরেকটা এভাবে চিন্তা করা মানেই লছ। আর ব্লগিং এর সকল বিষয়ের উপর আমাদের একটি ফ্রি কোর্সের আয়োজন করা হয়েছে আপনি স্টেপ বাই স্টেপ কোর্সটি করতে পারবেন । আমি মনে করি একজন চাকুরীজীবি বা ব্যবসায়ীর জন্য পার্ট টাইম হিসেবে ব্লগিং টা অনেক হেল্পফুল আমি নিজে প্রমাণিত।

Leave a Comment