একজন সেলস রিপ্রেজেন্টেটিভ এর কাজ কি! এবং কি কি দক্ষতা থাকতে হবে

কোন কোম্পানির পন্য সামগ্রি বিক্রয় করাই হচ্ছে সেলস রিপ্রেজেনটেটিভ এর কাজ।

আমরা প্রায় সময় দেখে থাকি বিভিন্ন দোকানে বিভিন্ন কোম্পানির প্রতিনিধি এসে অর্ডার কাটে এবং পরের দিন সেই অর্ডার মোতাবেক পন্য ডেলিভারি দিয়ে যায়। মূলত যারা অর্ডার কাটে এবং পন্য বাজারজাত কারীকেই সেলস রিপ্রেজেনটেটিভ বলা হয়।

সেলস রিপ্রেজেনটেটিভ সংক্ষিপ্ত নাম কি?

উত্তরঃ এস আর, বিক্রয় প্রতিনিধি।

একজন সেলস রিপ্রেজেন্টেটিভ এর বেতন কত

বিভিন্ন কোম্পানির প্রায় একই বেতন। কিছু কম বা বেশি হবে আমি সুধু আইডিয়া দিচ্ছি।
বেতন ৯০০০
টি এ ডি এ ৪০০০
টার্গেট ইন্সেন্টিভ ৫০০০

যে যে বিষয়ে দক্ষতা থাকতে হবে।

মার্কেটিং বিষয়ে প্রচুর পরিমাণ দক্ষতা হতে হবে। যেকোনো পন্য বিক্রয় করার মতো অভিজ্ঞতা থাকতে হবে। কারণ বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের পন্য। প্রতিটি পন্য সম্পর্কে ভালো ভাবে জানা থাকতে হবে এবংকি অন্য কোম্পানির প্রডাক্ট সম্পর্কে জ্ঞ্যান থাকা জরুরি কারণ তাদের প্রডাক্ট কলেটি এবং নিজ কোম্পানির প্রডাক্ট কলেটি কেমন সেগুলো সুন্দর ভাবে উপস্থাপন করতে হবে।

একজন সেলস রিপ্রেজেন্টেটিভ এর ব্যবহার ও তার কথাবার্তা।

সে একটি কোম্পানির হাতিয়ার সেদিকে তাকে সব সময় লক্ষ্য রাখতে হবে। তার প্রফেসনকে কখনো ছোট্ট করে দেখা যাবে না। ক্রেতার সাথে অন্যরকম সম্পর্ক গড়ে তুলতে হবে এতে তারা নিয়মিত অর্ডার করবে। একটি কথায় আছে ব্যবহার বংশের পরিচয়। আপনার ক্রেতা যদি আপনার ভুল ধরে সেক্ষেত্রে তার টাই সঠিক বলে গন্য করবেন। পার্টিদের সাথে কখনো চরা গলায় কথা বলবেন না। এতে করে লং টাইম তার সাথে আদান প্রদান করতে পারবেন।

 

Leave a Comment