tsm এর কাজ কি? কি কি দক্ষতা থাকলে সহজেই টি এস এম পদে নিয়োগ হবে

Tsm full meaning  Territory Sales Manager.  এর মানে কোন একটা এরিয়ার সেলস ম্যানেজার।

ধরুন আপনাকে দায়িত্ব দেওয়া হইলো কোন একটা জেলার। সেই জেলার প্রতিটি ডিলার পয়েন্ট দেখার দায়িত্ব পালন করাই হবে এর কাজ।

tsm এর কাজ কি হবে

তাকে একটা টার্গেট দিবে যে তোমার জেলা থেকে প্রতিমাসে ১০ লাখ টাকা সেল করতে হবে। তাহলে একটা জেলায় যদি ৫ টি থানা থাকে তাহলে প্রতিটি থানায় একটি করে ডিলার থাকবে এবং প্রতিটি ডিলার পয়েন্টে একটি করে সেলস অফিসার থাকবে। এবার ৫ টি থানায় ২ লাখ করে টার্গেট দিয়ে মোট দশ লাখ টাকা বিক্রি করে নিতে হবে। আর এটাই মূলত টি এস এম এর কাজ।

টি এস এম পদে চাকুরীতে নিয়োগ দিতে শিক্ষাগত যোগ্যতা

মিনিমাম ডিগ্রি পাশ হতে হবে এখানে পড়াশোনার থেকে বেশি প্রধান্য দেয় কর্মদক্ষতাকে কারণ মার্কেটিং জব এমন একটা কাজ যা সুধু পড়াশোনা থাকলেই হয় না। সে সাথে সেলস করার মতো প্রচুর পরিমাণ দক্ষতা থাকতে হবে।

একজন tsm এর বেতন কত টাকা

এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের আছে। তবে আমি কিছুটা আইডিয়া দিয়ে দেই। ধরুন আপনি যে কম্পানিতে আছেন সেই কোম্পানি বেতন ধরবে ১৬০০০ হাজার টাকা। এবং টিএ ডিএ ৮০০০ হাজার টাকা এর সাথে টার্গেট করতে পারলে আরো ৬০০০ টাকা। যদি সব ঠিক ভাবে করতে পারেন তাহলে আপনার বেতন উঠবে ৩০০০০ হাজার টাকার মতো। কিছু কম বেশি সেটা বিভিন্ন কোম্পানির উপর নির্ভর করবে।

tsm পদে চাকুরী করতে কি কি যোগ্যতা লাগে

সেলস এন্ড মার্কেটিং এ প্রচুর পরিমাণ দক্ষতা হতে হবে। প্লানিং করে টার্গেট পূরণ করার মতো অভিজ্ঞতা থাকতে হবে।  সেলস অফিসারদের দারা সেলস করে নেওয়ার মতো মেধা থাকতে হবে।  নিজের কথার মূল্য থাকতে হবে। চাকুরী ক্রত কোম্পানির পন্য ও রেট সম্পর্কে জানা থাকতে হবে। পার্টিকে বুঝিয়ে সেলস ব্রদ্দি করার অভিজ্ঞতা থাকতে হবে।

Leave a Comment